নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২৭ ডিসেম্বর)। এতে মোট ১১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্ববিদ্যালয়টির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদ। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে দুটি দলই প্যানেল ও ইশতেহার ঘোষণার পাশাপাশি প্রচার-প্রচারণা শুরু করেছে। নির্বাচনে আওয়ামীপন্থী দুটি দল অংশ নিলেও নেই বিএনপি সমর্থিত কোনো প্যানেল।
আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি পদে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা শফিক রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান, সদস্য পদে শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















