বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ ও ভ্যানচালকের মৃত্যুর প্রতিবাদে ঘাতক ড্রাইভার, হেলপার ও পরিবহন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা – খুলনা মহাসড়কে দুপুর ১.৩০ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঁখি বলেন, “ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, মুবিন, শম্পা রাণীর মৃত্যু হলেও আমরা কোন বিচার পায়নি । আমার ছোট ভাই শুভ’ই যেন দুর্ঘটনায় মারা যাওয়া শেষ শিক্ষার্থী হয় সে বেপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আসা করছি।
তিনি আরও বলেন, আমরা একটি নিরাপদ সড়ক চাই। আমাদের কোনো দাবিই অযৌক্তিক নয়। সুতরাং আমাদের দাবিগুলো মানা না হলে আজ সন্ধ্যা ৬ টার মধ্যে আমরা আবারো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি রাইসুল ইসলাম শুভ’র আত্মার মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক মো সালেহ আহমেদ বলেন, ঘোনাপাড়া মোড় এলাকায় চতুর্মুখী রাস্তা হওয়ায় এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্পিড ব্রেকার থাকা উচিত ছিল। এরাকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি ফুট ওভার ব্রীজ আছে কিন্তু যে জায়গায় ওভার ব্রীজ থাকা জরুরি ছিল সেখানেই এটি নেই।
তিনি আরও বলেন, এখানে এমন একটি ফুট ওভার ব্রীজ থাকা উচিত যেখান থেকে যাত্রীরা একমুখী না হয়ে যেকোনো পাশে সহজেই চতুর্দিকে যেতে পারে।
মানববন্ধনে বশেমুরবিপ্রবি উপাচার্য এ কিউ এম মাহবুব বলেন, “আমাদের সকল কাজ ফেলে এখানে দাড়ানোর কথা ছিল না। কিন্তু আমরা বাধ্য হয়েছি। ঘোনাপাড়ার এই মোরের যে ট্রাফিক নিয়ম থাকার কথা ছিল, প্রশাসন তা সঠিকভাবে স্থাপন করেনি বলে এত দুর্ঘটনা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তারা যে দ্রুত সময়ের মধ্যে এসকল সমস্যার সমাধান করে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না, প্রয়োজনে আমরা আবারো রাস্তায় নামবো।”
প্রসঙ্গত, সোমবার সাড়ে ১১ টায় ঢাকা- খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় যাত্রীবাহী দোলা পরিবহন যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ ও ভ্যানচালক মারা যায় এবং গুরুতর আহত হয় ১ জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















