১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লাসহ দু‘জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মীর নাজমুল হাসান।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান বলেন, “সোমবার রাতে গোলাম রব্বানীর পিতা এম.এ রশীদ আজাদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামীদের গ্রেফতারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামী সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।”

মামলার বিবরনে উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে এমন খবর শুনে গোলাম রব্বানী সেখানে যায়। সে সময় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এসময় রব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের আঙ্গুল কেটে যায়। এতে রাব্বানীর আরো দুই কর্মী আহত হয়। নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

প্রকাশিত : ০৯:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লাসহ দু‘জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মীর নাজমুল হাসান।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান বলেন, “সোমবার রাতে গোলাম রব্বানীর পিতা এম.এ রশীদ আজাদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামীদের গ্রেফতারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামী সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।”

মামলার বিবরনে উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে এমন খবর শুনে গোলাম রব্বানী সেখানে যায়। সে সময় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এসময় রব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের আঙ্গুল কেটে যায়। এতে রাব্বানীর আরো দুই কর্মী আহত হয়। নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ