উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। গত দুই দিনে রাতে সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের প্রকোপ। সারাদিনে হিমেল বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশা তো রয়েছেই। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।
আজ (১ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার বলে জানান জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান।
চিরিরবন্দরের অমরপুর গ্রামের অটোচালক জাহিদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর ঘন কুয়াশার কারণে আগের মতো যাত্রী পাই না। ঠান্ডার কারণে সকাল ও সন্ধ্যার পর রাস্তায় মানুষ কম আসে। তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















