০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে রস উৎসব অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতের সকালকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি উৎসবের আয়োজন করেছে।যার নাম দেওয়া হয়েছে “রস উৎসব”।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে “সওদাগর” অনলাইন ব্যবসার সত্বাধিকারী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোরসালিন রহমান শিখরের আয়োজনে ও ভাইরাল ফুড কর্ণারের সহযোগিতায় এই উৎসব করা হয়।

“রস উৎসবে” খেজুরের রস খেতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.উজ্জ্বলকুমার প্রধান,ছাত্র উপদেষ্টা তপন কুমারসহ প্রমুখ।এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুভেচ্ছা মূল্য দিয়ে খেজুরের রস উপভোগ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাইম তুষার বলেন,”কুয়াশা উৎসবে শীতের সকালের যে অপূর্ণতা ছিল তা রস উৎসবের মাধ্যমে পূর্ণতা পেল।সব মিলিয়ে চমৎকার শীতের সকাল কাটল।”

রস উৎসবের আয়োজক মোরসালিন রহমান শিখর বলেন,”প্রথমবার যে কুয়াশা উৎসব হয়েছিল সেসময় লক্ষ্য করেছি শীতের সময় কুয়াশাকে কেন্দ্র করে কুয়াশা উৎসব হলেও খেজুরের রস ছাড়া শীতের সকাল পূর্ণতা পায়না।তাই এইবারে আমার অনলাইন অর্গানিক প্রডাক্টের প্রতিষ্ঠান “সওদাগর” ও “ভাইরাল ফুড কর্ণার” এর সহায়তায় আমি এই উৎসবের আয়োজন করেছি।আমি চাই ভবিষ্যৎ এ এই উৎসবের ধারাবাহিকতা বজায় থাকবে।”

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে রস উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতের সকালকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি উৎসবের আয়োজন করেছে।যার নাম দেওয়া হয়েছে “রস উৎসব”।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে “সওদাগর” অনলাইন ব্যবসার সত্বাধিকারী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোরসালিন রহমান শিখরের আয়োজনে ও ভাইরাল ফুড কর্ণারের সহযোগিতায় এই উৎসব করা হয়।

“রস উৎসবে” খেজুরের রস খেতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.উজ্জ্বলকুমার প্রধান,ছাত্র উপদেষ্টা তপন কুমারসহ প্রমুখ।এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুভেচ্ছা মূল্য দিয়ে খেজুরের রস উপভোগ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাইম তুষার বলেন,”কুয়াশা উৎসবে শীতের সকালের যে অপূর্ণতা ছিল তা রস উৎসবের মাধ্যমে পূর্ণতা পেল।সব মিলিয়ে চমৎকার শীতের সকাল কাটল।”

রস উৎসবের আয়োজক মোরসালিন রহমান শিখর বলেন,”প্রথমবার যে কুয়াশা উৎসব হয়েছিল সেসময় লক্ষ্য করেছি শীতের সময় কুয়াশাকে কেন্দ্র করে কুয়াশা উৎসব হলেও খেজুরের রস ছাড়া শীতের সকাল পূর্ণতা পায়না।তাই এইবারে আমার অনলাইন অর্গানিক প্রডাক্টের প্রতিষ্ঠান “সওদাগর” ও “ভাইরাল ফুড কর্ণার” এর সহায়তায় আমি এই উৎসবের আয়োজন করেছি।আমি চাই ভবিষ্যৎ এ এই উৎসবের ধারাবাহিকতা বজায় থাকবে।”

বিজনেস বাংলাদেশ/ এ আর