কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগ ও হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর যৌথ আয়োজনে ‘ইনক্লুসিভ গ্রোথ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্যাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদা কামাল, রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ড. মো. আবু তাহের।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গৌর গবিন্দ গোস্বামী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রবন্ধ উপস্থাপকরা।


























