বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, “বাংলাদেশ এতো সহজে আর সুন্দর করে জনসাধারণকে টিকা দিচ্ছে, এই কর্মসূচি প্রশংসার দাবিদার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশের মানুষ করোনার টিকা পাচ্ছে। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ সবাই টিকা গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে। বাঁচতে হলে আমাদের সবাইকে টিকা নিতে হবে। আমাদের মা, বাবা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে টিকা নিতে হবে। দেশকে ভালোবেসে, পরিবারের সবাইকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে টিকা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। বিশেষ অতিথির বক্তব্যে হাসিনা গাজী বলেন, “সাহসী নেতৃত্ব ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব সভায় বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নারীরাও এগিয়ে যাচ্ছে।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া সহ অনেকে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০২:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে: গোলাম দস্তগীর গাজী
-
মোঃ নুর আলম,রূপগঞ্জ থেকেঃ - প্রকাশিত : ০৬:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- 57
ট্যাগ :
জনপ্রিয়

























