করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আবাসিক হলগুলো খোলা রেখে ঘোষিত ও চলমান সকল পরীক্ষা সশরীরে নেওয়া হবে বলে জানা গেছে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস সশরীরে বন্ধ থাকবে। তবে অনলাইনে যথারীতি ক্লাস চলবে। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঘোষিত ও চলমান সকল পরীক্ষা অফিস ও হলসমূহ যথারীতি চলমান থাকবে। এবং স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চালু থাকবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























