ক্রমেই টাঙ্গাইলে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনান্ত হয়েছেন। বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার (২২ জানুয়ারি) ভোর ৬ টা থেকে রোববার (২৩ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত ২৪৯টি নমুনা পরীক্ষা করে ৫৩ জন আক্রান্ত হন। শনাক্তের হার ২১ দশমিক ২৮ শতাংশ। এ নিয়ে রোববার সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন।
করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















