০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ট্রান্সজেন্ডার নারী’কে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মূলহোতাসহ গ্রেফতার-৩

  • মাসুদ রানাঃ
  • প্রকাশিত : ০৫:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • 63

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান দেশের সকল নাগরিককে সমমর্যাদা দিয়েছে। যেখানে নাগরিকের মর্যাদা লুণ্ঠিত হবে সেখানেই র‍্যাব সোচ্চার ।গত ১০ জানুয়ারি ২০২২ তারিখ রাজধানীর ভাটারা এলাকায় একজন খ্যাতনামা বিউটি ব্লগার ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ভিকটিম একজন প্রতিষ্ঠিত কর্মজীবী। তিনি নিজ যোগ্যতা, অধ্যবসায় ও কর্মদক্ষতায় উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি দেশের প্রচলিত আইন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস ও আস্থার জায়গা থেকে স্ব-উদ্যোগে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় ২১ জানুয়ারী-২২ একটি মামলা দায়ের করেন।মামলা দায়ের পর বর্ণিত প্রেক্ষাপটে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে গত রাত ও অদ্য সকালে রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনার মূলহোতা,ফুয়াদ আমিন ইশতিয়াক সানি ও অন্যতম সহযোগী যথাক্রমে,সাইমা শিকদার নিরা আরজে নিরা,আব্দুল্লাহ আফিফ সাদমান রিশু’দেরকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ভিকটিমের ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধারসহ জব্দ করা হয় প্রতারণার কজে ব্যবহৃত অবৈধ ওয়াকিটকি সেট, খেলনা পিস্তল, মোবাইল ও অন্যান্য সামগ্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বর্ণিত ঘটনার সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। গ্রেফতারকৃত ইশতিয়াক এই চক্রের মূলহোতা এবং গ্রেফতারকৃত আরজে নীরা ও গ্রেফতারকৃত অপর সদস্য সাদমান আফিফ রিশু তার অন্যতম সহযোগী। গ্রেফতারকৃতরা বিগত প্রায় ০২ বছর যাবত নানাবিধ কৌশলে জিম্মি, ব্ল্যাকমেইল ও প্রতারণা করে বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষদের অর্থ হাতিয়ে নিয়ে থাকে। তারা সাধারনত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন জনের সাথে সখ্যতা গড়ে তোলে। অতঃপর কৌশলে বিভিন্ন সময়ের আপত্তিকর ছবি/ভিডিও ধারণ করে ভিকটিমদের হেনস্থা ও ব্ল্যাকমেইল করে থাকে।

কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সাথে গ্রেফতারকৃত সাদমান আফিফ রিশুর পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্রে গত ১০ জানুয়ারি ২০২২ তারিখে রাজধানীর ভাটারা এলাকার (বসুন্ধরা) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি রেস্টুরেন্টের সামনে গ্রেফতারকৃত রিশুর সাথে ভিকটিমের সাক্ষাত হয়। অতঃপর সারপ্রাইজ দেওয়ার কথা বলে কৌশলে ভিকটিমকে বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রেফতারকৃত ইশতিয়াকের ভাড়াকৃত বাসায় নিয়ে যাওয়া হয়। অতঃপর গ্রেফতারকৃত ইশতিয়াক, নিরা ও রিশু জোরপূর্বক ভিকটিমকে মারধর, শ্লীলতাহানী ও যৌন নিপীড়ন করার পাশাপাশি ভিডিও ধারণ করে। এসময় তারা ভিকটিমরে সাথে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ১ লক্ষ টাকা দাবী করে। এসময় গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর ভ‚য়া পরিচয় দিয়ে ভীতি প্রদর্শন করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ট্রান্সজেন্ডার নারী’কে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মূলহোতাসহ গ্রেফতার-৩

প্রকাশিত : ০৫:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান দেশের সকল নাগরিককে সমমর্যাদা দিয়েছে। যেখানে নাগরিকের মর্যাদা লুণ্ঠিত হবে সেখানেই র‍্যাব সোচ্চার ।গত ১০ জানুয়ারি ২০২২ তারিখ রাজধানীর ভাটারা এলাকায় একজন খ্যাতনামা বিউটি ব্লগার ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ভিকটিম একজন প্রতিষ্ঠিত কর্মজীবী। তিনি নিজ যোগ্যতা, অধ্যবসায় ও কর্মদক্ষতায় উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি দেশের প্রচলিত আইন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস ও আস্থার জায়গা থেকে স্ব-উদ্যোগে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় ২১ জানুয়ারী-২২ একটি মামলা দায়ের করেন।মামলা দায়ের পর বর্ণিত প্রেক্ষাপটে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে গত রাত ও অদ্য সকালে রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনার মূলহোতা,ফুয়াদ আমিন ইশতিয়াক সানি ও অন্যতম সহযোগী যথাক্রমে,সাইমা শিকদার নিরা আরজে নিরা,আব্দুল্লাহ আফিফ সাদমান রিশু’দেরকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ভিকটিমের ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধারসহ জব্দ করা হয় প্রতারণার কজে ব্যবহৃত অবৈধ ওয়াকিটকি সেট, খেলনা পিস্তল, মোবাইল ও অন্যান্য সামগ্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বর্ণিত ঘটনার সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। গ্রেফতারকৃত ইশতিয়াক এই চক্রের মূলহোতা এবং গ্রেফতারকৃত আরজে নীরা ও গ্রেফতারকৃত অপর সদস্য সাদমান আফিফ রিশু তার অন্যতম সহযোগী। গ্রেফতারকৃতরা বিগত প্রায় ০২ বছর যাবত নানাবিধ কৌশলে জিম্মি, ব্ল্যাকমেইল ও প্রতারণা করে বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষদের অর্থ হাতিয়ে নিয়ে থাকে। তারা সাধারনত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন জনের সাথে সখ্যতা গড়ে তোলে। অতঃপর কৌশলে বিভিন্ন সময়ের আপত্তিকর ছবি/ভিডিও ধারণ করে ভিকটিমদের হেনস্থা ও ব্ল্যাকমেইল করে থাকে।

কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সাথে গ্রেফতারকৃত সাদমান আফিফ রিশুর পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্রে গত ১০ জানুয়ারি ২০২২ তারিখে রাজধানীর ভাটারা এলাকার (বসুন্ধরা) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি রেস্টুরেন্টের সামনে গ্রেফতারকৃত রিশুর সাথে ভিকটিমের সাক্ষাত হয়। অতঃপর সারপ্রাইজ দেওয়ার কথা বলে কৌশলে ভিকটিমকে বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রেফতারকৃত ইশতিয়াকের ভাড়াকৃত বাসায় নিয়ে যাওয়া হয়। অতঃপর গ্রেফতারকৃত ইশতিয়াক, নিরা ও রিশু জোরপূর্বক ভিকটিমকে মারধর, শ্লীলতাহানী ও যৌন নিপীড়ন করার পাশাপাশি ভিডিও ধারণ করে। এসময় তারা ভিকটিমরে সাথে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ১ লক্ষ টাকা দাবী করে। এসময় গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর ভ‚য়া পরিচয় দিয়ে ভীতি প্রদর্শন করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ