খুলনার পাইকগাছা উপজেলাে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যান সংস্থা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্রজিৎ রায়।
২০২১-২০২২ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ায় সদ্য বিদায়ী সভাপতি মো. রাশেদ হাসান এবং সাধারণ সম্পাদক মো. শিবলী নোমানী সহ উপদেষ্টামন্ডলীর সদস্যরা মিলে নতুন কমিটির অনুমোদন দেন। এছাড়া সহ সভাপতি পদে ফয়সাল আলম ফাহিম, আলফাতারা কাজল, ইয়াসির আরাফাত, সৌরভ ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আকাশ মণ্ডল, মোঃ আব্দুল হামিদ, শেখ তাজুল ইসলাম তাজ, শম্পা সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফাহারিয়া জেবিন, আলামিন বিশ্বাস, প্রচার সম্পাদকঃ তাসিরুল উমর, দপ্তর সম্পাদকঃ তৌহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ মইনুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক জয়শ্রী রায় মনোনীত হয়েছেন। খুলনা জেলার পাইকগাছা উপজেলার ছাত্রদের কল্যানের জন্যই এই সংগঠন কাজ করে থাকে। সংগঠনটি সারাবছর বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমসমূহ পরিচালনা করে থাকে।


























