টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত পিকাপ ভ্যানের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন। নিহত হেলপারের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
তারিকুল ইসলাম জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো, ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে পৌঁছলে ধনবাড়ী গামী একটি পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকাপভ্যানের চালক ও হেলপার কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























