অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী এক মাসের মধ্যে সুদহার দুই অংক থেকে এক অংকে নামিয়ে আনা হবে। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের এজিএম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবকটিতেই এখন দুই অঙ্কের সুদ গুনছেন ব্যবসায়ীরা। এর মধ্যে শিল্প প্রতিষ্ঠানে দেয়া ঋণের বিপরীতে ১৫ শতাংশেরও বেশি হারে সুদ আরোপ করছে কোনও কোনও ব্যাংক।
অর্থমন্ত্রী বলেন, সুদহার যাতে অংকে পৌঁছবে সেদিকে নজর দেয়া দরকার। আমরা এ বছর দেখলাম হঠাৎ ব্যাংকগুলোর সুদের হার বাড়তে লাগলো। এই সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই।
অনুষ্ঠানে মুহিত বলেন, ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ হলো কিভাবে ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করা যায়। শিগগিরই ছোট্ট একটি গ্রুপকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হবে।
তিনি বলেন, শনিবার আমি সিদ্ধান্ত নিয়েছি- সংকট মেটাতে সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যাবে। বর্তমানে এটি ২৫ শতাংশ পর্যন্ত অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যায়।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি চাকরির প্রধান উদ্দেশ্য সেবা দেওয়া, হুকুম দেওয়া নয়। সেবা দেওয়ার চরিত্র আরও বাড়ানোর দিকে মনোযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ বছর নির্বাচনের বছর উল্লেখ করে তিনি বলেন, অথর্নীতিতে স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই। আগে নির্বাচন ঘিরে যে ‘অন্যরকম’ পরিস্থিতি সৃষ্টি হতো, যা এখন নেই।
তবু আমি আশা করছি, গেলো বছরের চেয়ে এবছর প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, নির্বাচনী বছরে অন্য রকম পরিস্থিতি হওয়ার সুযোগ নেই।
সম্মেলনে জনতা ব্যাংকের পরিচালক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

























