চট্টগ্রামে আরও ১৮২ জনের করোনা শনাক্ত, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। তবে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।শনিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১০৯ জনের মধ্যে লোহাগাড়ার ১১, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৯, চন্দনাইশের ৩, পটিয়ার ৫, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১৩, মিরসরাইয়ের ৯ ও সীতাকুণ্ডে ৯ ও সন্দ্বীপে ২ জন রয়েছেন।চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।অপরদিকে শিক্ষার্থীদের গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে রবিবার থেকে, ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে কাল রবিবার থেকে। দ্বিতীয় ধাপের এ টিকাদান কার্যক্রম নগরীর ৬টি কেন্দ্রে একযোগে শুরু করা হবে। দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে ২১ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল নয়টা থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।এদিকে, শিক্ষার্থীদের গণটিকাদান কার্যক্রম বাস্তবায়ন করতে ইতোমধ্যে উপজেলা পর্যায় থেকে দেড় শতাধিক টিকাদান কর্মীকে প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। আর বিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ে এসে এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা শিক্ষা অফিস।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে করোনা শনাক্ত ১৮২ জন
-
নাছির উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম ঃ - প্রকাশিত : ০৭:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- 58
ট্যাগ :
জনপ্রিয়




















