মাদারীপুর জেলার রাজৈরে শিক্ষার্থীদের মাঝে করোনা সংরমন প্রতিরোধের ২য় ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম গতকাল শনিবার শুরু হয়েছে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে টিকাকেন্দ্রে দেখা যায় ছাত্র-ছাত্রীদের উপচে পড়াভীড়। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা প্রদীপ কুমার মন্ডল জানান , গত কাল হতে উপজেলায় র্নি বাহী অফিস সহ ২টি টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ফাইজার ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। ১২ থেকে ১৮ বছরের মধ্যে শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবেন।উপজেলার ২৪/২৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ২য় ডোজ টিকা পাবে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। শিক্ষার্থী নুশরাত নিধি বলেন, প্রথম ডোজ টিকা দিতে আসার আগে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু টিকা দেওয়ার পর দেখলাম ভয় কোন কারণ নেই, আজ রবিবার দ্বিতীয় ডোজ টিকার কাজ সম্পন্ন করলাম । শিক্ষার্থী আদিবা আক্তার বলেন, এই টিকা দিতে কোন ভয় নাই আমরাও টিকা নিয়েছি, তাই আমি বলবো সকলেই টিকা নিন। শিক্ষার্থী সুবার্তা জানায়, টিকা নেওয়ার জন্য আসছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা সবাই টিকা নিয়েছে এখন আমি অপেক্ষায় আছি।যে বন্ধুরা ভয় পাই টিকা নেওয়ার জন্য, আমি তাদের বলব কোন ভয় নেই। আর টিকা নেওয়ার ফলে কোনো ব্যথা বা সমস্যাও হয় নাই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে করোনা সংরমন প্রতিরোধের ২য় ডোজ ভ্যাকসিন প্রদান
-
রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি, - প্রকাশিত : ০৬:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- 67
ট্যাগ :
জনপ্রিয়




















