০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ভুয়া খবর ঠেকাতে যে পদক্ষেপ নিল

বিশ্বের অন্যতম সেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন থেকে ছবি ও ভিডিও যাচাই-বাছাই করবে। এ লক্ষে ফেসবুক কর্তৃপক্ষ এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।

এএফপি’র সঙ্গে এই চুক্তির ফলে ফেসবুক আরো সহজে ভুয়া খবর শনাক্ত করতে পারবে বলে আশা করছে তারা। কিন্তু ফেসবুক কীভাবে এএফপির সঙ্গে একত্রে মিলে ভুয়া ছবি ও ভিডিও শনাক্ত করবার মতো কাজটি করবে সে সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি।

একটি ছবি বা ভিডিও কতটা পরিমাণ এডিট করা হলে সেটিকে ভুয়া কনটেন্ট হিসেবে ধরা হবে সে সম্পর্কেও কোনো
রকম ধারণা দেয়নি ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনকালীন সময় ভুয়া ও বিভ্রান্তিকর খবর ঠেকাতে তারা নতুন একটি ইনভেস্টিগেটিভ টুল তৈরি করেছে বলে জানা গেছে।

জানা গেছে, এছাড়াও রাজনৈতিক বিজ্ঞাপন শনাক্ত করতে তারা পাবলিক আর্কাইভ তৈরির কাজ করছে। প্রথমে ফেসবুকের এ নতুন যাচাই-বাছাই প্রক্রিয়ার সুফল পাবে শুধু ফ্রান্সের ব্যবহারকারীরা। এরপর পর্যায়ক্রমে ধীরে ধীরে এ সেবাটি বিশ্বে অন্যান্য দেশে চালু করবে ফেসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের শেয়ার করা বিভ্রান্তিমূলক খবরের শেয়ার ঠেকাতে তারা সোচ্চার নয়।

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ, ছাতা মার্কায় ভোটের আহ্বান

ভুয়া খবর ঠেকাতে যে পদক্ষেপ নিল

প্রকাশিত : ০৯:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

বিশ্বের অন্যতম সেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন থেকে ছবি ও ভিডিও যাচাই-বাছাই করবে। এ লক্ষে ফেসবুক কর্তৃপক্ষ এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।

এএফপি’র সঙ্গে এই চুক্তির ফলে ফেসবুক আরো সহজে ভুয়া খবর শনাক্ত করতে পারবে বলে আশা করছে তারা। কিন্তু ফেসবুক কীভাবে এএফপির সঙ্গে একত্রে মিলে ভুয়া ছবি ও ভিডিও শনাক্ত করবার মতো কাজটি করবে সে সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি।

একটি ছবি বা ভিডিও কতটা পরিমাণ এডিট করা হলে সেটিকে ভুয়া কনটেন্ট হিসেবে ধরা হবে সে সম্পর্কেও কোনো
রকম ধারণা দেয়নি ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনকালীন সময় ভুয়া ও বিভ্রান্তিকর খবর ঠেকাতে তারা নতুন একটি ইনভেস্টিগেটিভ টুল তৈরি করেছে বলে জানা গেছে।

জানা গেছে, এছাড়াও রাজনৈতিক বিজ্ঞাপন শনাক্ত করতে তারা পাবলিক আর্কাইভ তৈরির কাজ করছে। প্রথমে ফেসবুকের এ নতুন যাচাই-বাছাই প্রক্রিয়ার সুফল পাবে শুধু ফ্রান্সের ব্যবহারকারীরা। এরপর পর্যায়ক্রমে ধীরে ধীরে এ সেবাটি বিশ্বে অন্যান্য দেশে চালু করবে ফেসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের শেয়ার করা বিভ্রান্তিমূলক খবরের শেয়ার ঠেকাতে তারা সোচ্চার নয়।