চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিইসিতে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- রানা মর্তুজা (৪৫), শিশির মাহমুদ (৪৩), মাফুদা সুলতানা (৩৫) ও জিদান সুলতানা (২৮) ।সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদের আটক করা হয়। এ ঘটনায়
চট্টগ্রাম সি এম এম এর নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার বাকি অরেক আসামি হলেন- গাড়িচালক আবদুর রহিম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, গতকাল রাতে জিইসি মোড়ে চট্টগ্রাম সি এম এম এর ২ য় আদালতের ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ তার স্ত্রীকে নিয়ে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িকে জোরে হর্ন না বাজানোর জন্য হাতে ইশারা দেন তিনি। হঠাৎ গাড়ি থেকে নেমে রানা মর্তুজা নামের এক প্রবাসী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে রানা মর্তুজাসহ কয়েকজন তাকে মারধর করে। বিচারক স্বামীকে মারতে বারণ করলে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন নারী আসামিরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ৪ জনকে আটক করে। মারধরে
ম্যাজিস্ট্রেটের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত রাতে চিকিৎসা নেন। আজ ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞ মেট্রোঃ ম্যাজিঃ-১ জনাব জুয়েল দেব এর আদালত ম্যাজিঃ আলি উল্লাহকে মারধরের ঘটনায় প্রধান আসামী ১)রানা মর্তুজা কে ৫ দিনের রিমান্ড আবদুর রহিম (ড্রাইভার)কে ৩ দিনের রিমান্ড মহিলা ২ জনের রিমান্ড নামঞ্জুর করতঃ আগামী ০৭ দিনের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























