টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ র্যালির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























