রহমানউল্লাহ গুরবাজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি পেয়েছিলেন। আর হজরতউল্লাহ জাজাইকে নিয়েও ছিল ভয়। তবে নাসুম আহমেদের জাদুতে সে জুজু ঝেটিয়ে দূর করেছে বাংলাদেশ। তিন ওভারেই বিদায় করেছে তিন আফগান ব্যাটারকে।
এ রিপোর্ট লেখার সময় দাপট বাংলাদেশের। ৪ ওবারে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান তুলেছে ১৫ রান। জিততে তাদের এখনো চাই ৯৬ বলে ১৪১ রান। হাতে আছে ৭ উইকেট।
এদিকে আগে ব্যাট করে মিরপুরের স্লো উইকেটে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। লিটন দাস একাই লড়াই করলেন আফগানিস্তানের বোলারদের বিপক্ষে। মাঝে তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন কেবল আফিফ হোসেন ধ্রুব।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























