ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) হল প্রাধ্যক্ষ’র সভাকক্ষের সামনে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে ও আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়া হলের অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিক ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন বিষয়ের উপর অতিথিবৃন্দ ও হল প্রাধ্যক্ষ আলোচনা উপস্থাপন করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























