শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বাস্তবায়ন করতে হবে এবং গতানুগতিক শিক্ষার বাইরে প্রায়োগিক ও কর্মমূখী শিক্ষার প্রসার ঘটাতে হবে।
বঙ্গবন্ধুর জন্মদিনে শুধু শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং শিক্ষা সম্পর্কিত তাঁর চিন্তা- চেতনা বাস্তবায়ন করার জন্য শিক্ষাবিদদের প্রতি আহবান জানান শিক্ষা উপমন্ত্রী।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম অংশ নেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের অধ্যাপক কমলেশ চন্দ্র রায় এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বেরোবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য-সচিব সৈয়দ আনোয়ারুল আজিম।
অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা সভাটি সঞ্চালনা করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বাদ জোহর কেন্দ্রিয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























