মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ও বাংলাদেশ আওয়ামী লীগ, যুগ্মসাধারণ সম্পাদক ডা: দীপু মনি বলেন বাংলাদেশের বিশাল জনসমুদ্রে জনসম্পদে পরিণত করতে শিক্ষা একটি হাতিয়ার। যে দেশ যত উন্নত, সেই দেশ কারিগরি শিক্ষায় তত উন্নত। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসছে। প্রাক-প্রাথমিক হতে উচ্চ ডিগ্রি পর্যন্ত শিক্ষা হবে আনন্দদায়ক। ডিগ্রী কোর্স করার মধ্যে কারিগরি শিক্ষা থাকবে। যে শিক্ষা দেশে বিদেশে কর্মসংস্থান উপযোগী করে তুলবে। সে যেন উদ্যোক্তা হতে পারে। বিশ্ব দ্রুত পরিবর্তন হতে চলছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আজ থেকে ৫/৭বছর পরে কাজে নাও আসতে পারে। শিক্ষার্থী কি আবার ফিরে আসবে নতুন একটি ডিগ্রী অর্জন করতে তা আর সম্ভব হয়না। উন্নত দেশে আমাদের দেশের মতো এতো অনার্স-মাস্টার্স উচ্চ ডিগ্রি নেই। বড় ডিগ্রির প্রয়োজন নেই। ছোট ছোট সার্টিফিকেট অর্জন করবে শিক্ষায় সে ব্যবস্থা নিয়ে আসছি। বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তর করতে হলে দক্ষ যোগ্য সোনার মানুষ দরকার। সে মানুষদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা তৈরি করছি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ৩ আসন, সংসদ সদস্য, এ্যাড মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, কাজী নাহিদ রসুল, মুন্সিগঞ্জ পুলিশ সুপার, আব্দূল মোমেন পিপিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ড; মোঃ আতাউর রহমান মিয়াজী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিরুল ইসলাম শিকদার, গজারিয়া উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, সিআইপি, সাবেক গজারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ খান। স্বগত বক্তব্য রাখেন আহ্বায়ক, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি ২০২২, সভাপতি, ভাটের চর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ও উপ মহাব্যবস্থাপক, রুপালি ব্যাংক লিঃ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















