ঘুষ নেয়ার অপরাধে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে কারাগারে যেতে হবে বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে কারাভোগের সাজা না খাটার আপীল আবেদন নাকচ হয়ে গেলে তাকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সূত্র মতে লুলা ডি সিলভার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা ছিল। সেগুলোর বিচার এখনো শেষ হয়নি। তিনি চেয়েছিলেন সবগুলো বিচারের রায় শেষ হওয়ার পর যাতে তার ১২ বছরের কারাদণ্ডের মেয়াদ শুরু হয়। আর এ নিয়ে আদালতে দীর্ঘ শুনানি হয়। পরে বিচারপতিদের রায়ে তার সেই আবেদন বাতিল হয়ে যায়।
ব্রাজিলের রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই সিদ্ধান্তের ফলে দেশটি রাজনৈতিক সঙ্কটে পড়বে। কারণ লুলা ডি সিলভা আগামী অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘোষণা দিয়েছিলেন। এছাড়া সর্বশেষ জনমত জরিপে তিনি এগিয়ে ছিলেন। লুলার পার্টি আদালতের সিদ্ধান্তকে ব্রাজিলের গণতন্ত্রের জন্য ট্র্যাজিক ডে হিসেবে বর্ণনা করেছেন।
ব্রাজিলের আইন বিশেষজ্ঞরা বলছেন, লুলা ডি সিলভাকে জেলে নিতে হলে তাকে গ্রেফতার করতে হবে। সেজন্য গ্রেফতারের নথি তৈরি করতে হবে। তারপর তাকে কারাগারে নেয়া হবে। সূত্র : গার্ডিয়ান, বিবিসি, রয়টার্স
























