০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

জাবিতে ভর্তি পরীক্ষার শর্ত শিথিলের দাবিতে স্মারকলিপি

ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক শর্ত শিথিল ও মানোন্নয়ন শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে ২০২১-২২ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রবিবার (২৭ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর কাছে স্মারকলিপি তুলে দেন তারা ৷এর আগে দাবীর সমর্থনে সারা দেশের চারশ শিক্ষার্থী গণস্বাক্ষর সংগ্রহ করেন তারা।

দুই দফা দাবী হলো-
১. মাধ্যমিকের অন্তত তিনটি শিক্ষাবর্ষ বিবেচনায় ২০১৭ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃতদের ২য় বার পরীক্ষার সুযোগ।
২. ভর্তি পরীক্ষায় ২০২০-২১সেশনের বিষয়ভিত্তিক শর্ত শিথিল করে ২০১৯-২০ এর শর্তানুযায়ী বিষয়ভিত্তিক শর্ত বহাল রাখা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০১৭ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হলেও অনেকেই অসুস্থতা, পারিবারিক, অর্থনৈতিক প্রতিকূলতার জন্য অনিয়মিত হয়ে পড়ে৷ পরবর্তীতে ২০২০ সালে মানোন্নয়ন দিয়ে উচ্চমাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হই। এক্ষেত্রে অনিয়মিত শিক্ষার্থীরা যোগ্যতার অভাবে ২০১৯-২০ এর ভর্তি পরিক্ষায় আবেদন করতে পারেনি৷পরবর্তীতে ইউনিটভিত্তিক শর্ত বৃদ্ধি করায় ২০২০-২১ সেশনেও তারা পরীক্ষা দিতে ব্যর্থ হয় ৷

ময়মনসিংহ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য জাবিই একমাত্র ভরসা।  সেখানেও গত বছর ইউনিটভিত্তিক জিপিএ চাহিদা বাড়ানো হয়েছে। আমাদের আর যাওয়ার কোন জায়গা নেই৷এখন পরীক্ষায় জিপিএ চাহিদা কমানোই আমাদের একমাত্র দাবী৷”

স্মারকলিপি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, “স্মারকলিপির কপিটি আমাদের হাতে এসে পৌছেছে। আগামীকাল তা উপাচার্য বরাবর উপস্থাপন করা হবে।”

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

জাবিতে ভর্তি পরীক্ষার শর্ত শিথিলের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক শর্ত শিথিল ও মানোন্নয়ন শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে ২০২১-২২ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রবিবার (২৭ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর কাছে স্মারকলিপি তুলে দেন তারা ৷এর আগে দাবীর সমর্থনে সারা দেশের চারশ শিক্ষার্থী গণস্বাক্ষর সংগ্রহ করেন তারা।

দুই দফা দাবী হলো-
১. মাধ্যমিকের অন্তত তিনটি শিক্ষাবর্ষ বিবেচনায় ২০১৭ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃতদের ২য় বার পরীক্ষার সুযোগ।
২. ভর্তি পরীক্ষায় ২০২০-২১সেশনের বিষয়ভিত্তিক শর্ত শিথিল করে ২০১৯-২০ এর শর্তানুযায়ী বিষয়ভিত্তিক শর্ত বহাল রাখা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০১৭ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হলেও অনেকেই অসুস্থতা, পারিবারিক, অর্থনৈতিক প্রতিকূলতার জন্য অনিয়মিত হয়ে পড়ে৷ পরবর্তীতে ২০২০ সালে মানোন্নয়ন দিয়ে উচ্চমাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হই। এক্ষেত্রে অনিয়মিত শিক্ষার্থীরা যোগ্যতার অভাবে ২০১৯-২০ এর ভর্তি পরিক্ষায় আবেদন করতে পারেনি৷পরবর্তীতে ইউনিটভিত্তিক শর্ত বৃদ্ধি করায় ২০২০-২১ সেশনেও তারা পরীক্ষা দিতে ব্যর্থ হয় ৷

ময়মনসিংহ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য জাবিই একমাত্র ভরসা।  সেখানেও গত বছর ইউনিটভিত্তিক জিপিএ চাহিদা বাড়ানো হয়েছে। আমাদের আর যাওয়ার কোন জায়গা নেই৷এখন পরীক্ষায় জিপিএ চাহিদা কমানোই আমাদের একমাত্র দাবী৷”

স্মারকলিপি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, “স্মারকলিপির কপিটি আমাদের হাতে এসে পৌছেছে। আগামীকাল তা উপাচার্য বরাবর উপস্থাপন করা হবে।”

বিজনেস বাংলাদেশ/ এ আর