১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দাঁত দিয়ে নখ কাঁটা বন্ধের সহজ উপায়

দাঁত দিয়ে নখ কাটা বা নখ খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। অভ্যাস না বলে একে বদভ্যাসই বলা ভালো। দাঁত দিয়ে নখ কাটার ফলে, হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় দাঁত ও নখের। নখের ভিতর জমে থাকা ময়লা পেটে গিয়ে পেটব্যথা বা পেটের গন্ডগোলের কারণ হয়ে দাঁড়ায়। এতসব ক্ষতিকর প্রভাব থাকলেও, এই সমস্যাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ক্ষতি হতে থাকে নিজেদেরই। জেনে নিন কীভাবে নিজেকে মুক্ত করবেন এই বদভ্যাস থেকে-

১) সাধারণত বেশীরভাগসময় ক্যালশিয়ামের অভাবের কারণে এই সমস্যা হয়। শরীরে ক্যালশিয়ামের অভাব হলে ভিতর থেকে নখ খাওয়ার ইচ্ছা হয়। এই সমস্যা এড়াতে সুষম খাবার খান। আপনার খাদ্যতালিকায় রাখুন দুধ বা ওই জাতীয় ক্যালশিয়ামযুক্ত খাবার।

২) মাঝেমধ্যে ম্যানিকিওর করান। সুন্দর নখ দাঁত দিয়ে কেটে নষ্ট করার ইচ্ছা করবে বলে মনে হয় না। নখের সৌন্দর্য ছাড়াও ম্যানিকিওরের জন্য খরচ হওয়া টাকার পরিমাণও আপনাকে ভাবাবে।

৩) নিজের মনকে বোঝানোর চেষ্টা করুন। দাঁত দিয়ে নখ কাটা যে খারাপ অভ্যাস তা যতক্ষণ না বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তা ছাড়া সম্ভব নয়। সময় হয়তো লাগবে, কিন্তু মন থেকে চেষ্টা করলে সবই সম্ভব।

৪) নখ কাটার ইচ্ছা হলেই নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। নখ নিয়ে না ভাবার চেষ্টা করুন। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে এই অভ্যাস আপনাকে সাহায্য করবে।

৫) এডহেসিভ ব্যান্ডেজ যাকে আমরা অনেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বলে থাকি তা বেশি করে কিনে আনুন। এবার প্রতিটি আঙ্গুলের ডগায় ব্যান্ডেজ জড়িয়ে নিন। ভিজে গেলে, খাওয়ার পূর্বে ইত্যাদি সময়ে ব্যান্ডেজ খুলে নিন, আবার নতুন ব্যান্ডেজ লাগান। এভাবে একমাস চলার পর নিজের নখের দিকে তাকান, বিস্মিত হয়ে পড়বেন সুন্দর নখ দেখে।

৬) হাতের নখ নিয়মিত কাটলে দাঁতে কাঁটার জন্য কোন নখই অবশিষ্ট থাকবে না। এভাবে ধীরে ধীরে আপনি এই অভ্যাস থেকে মুক্তি পাবেন। এছাড়া সাইকোথেরাপি, ইয়োগা, জোরে শ্বাস নেওয়া, ধ্যান ইত্যাদির সাহায্যে মানসিক চাপ কমানোর মাধ্যমে দূর করা যেতে পারে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস।

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

দাঁত দিয়ে নখ কাঁটা বন্ধের সহজ উপায়

প্রকাশিত : ১০:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

দাঁত দিয়ে নখ কাটা বা নখ খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। অভ্যাস না বলে একে বদভ্যাসই বলা ভালো। দাঁত দিয়ে নখ কাটার ফলে, হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় দাঁত ও নখের। নখের ভিতর জমে থাকা ময়লা পেটে গিয়ে পেটব্যথা বা পেটের গন্ডগোলের কারণ হয়ে দাঁড়ায়। এতসব ক্ষতিকর প্রভাব থাকলেও, এই সমস্যাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ক্ষতি হতে থাকে নিজেদেরই। জেনে নিন কীভাবে নিজেকে মুক্ত করবেন এই বদভ্যাস থেকে-

১) সাধারণত বেশীরভাগসময় ক্যালশিয়ামের অভাবের কারণে এই সমস্যা হয়। শরীরে ক্যালশিয়ামের অভাব হলে ভিতর থেকে নখ খাওয়ার ইচ্ছা হয়। এই সমস্যা এড়াতে সুষম খাবার খান। আপনার খাদ্যতালিকায় রাখুন দুধ বা ওই জাতীয় ক্যালশিয়ামযুক্ত খাবার।

২) মাঝেমধ্যে ম্যানিকিওর করান। সুন্দর নখ দাঁত দিয়ে কেটে নষ্ট করার ইচ্ছা করবে বলে মনে হয় না। নখের সৌন্দর্য ছাড়াও ম্যানিকিওরের জন্য খরচ হওয়া টাকার পরিমাণও আপনাকে ভাবাবে।

৩) নিজের মনকে বোঝানোর চেষ্টা করুন। দাঁত দিয়ে নখ কাটা যে খারাপ অভ্যাস তা যতক্ষণ না বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তা ছাড়া সম্ভব নয়। সময় হয়তো লাগবে, কিন্তু মন থেকে চেষ্টা করলে সবই সম্ভব।

৪) নখ কাটার ইচ্ছা হলেই নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। নখ নিয়ে না ভাবার চেষ্টা করুন। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে এই অভ্যাস আপনাকে সাহায্য করবে।

৫) এডহেসিভ ব্যান্ডেজ যাকে আমরা অনেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বলে থাকি তা বেশি করে কিনে আনুন। এবার প্রতিটি আঙ্গুলের ডগায় ব্যান্ডেজ জড়িয়ে নিন। ভিজে গেলে, খাওয়ার পূর্বে ইত্যাদি সময়ে ব্যান্ডেজ খুলে নিন, আবার নতুন ব্যান্ডেজ লাগান। এভাবে একমাস চলার পর নিজের নখের দিকে তাকান, বিস্মিত হয়ে পড়বেন সুন্দর নখ দেখে।

৬) হাতের নখ নিয়মিত কাটলে দাঁতে কাঁটার জন্য কোন নখই অবশিষ্ট থাকবে না। এভাবে ধীরে ধীরে আপনি এই অভ্যাস থেকে মুক্তি পাবেন। এছাড়া সাইকোথেরাপি, ইয়োগা, জোরে শ্বাস নেওয়া, ধ্যান ইত্যাদির সাহায্যে মানসিক চাপ কমানোর মাধ্যমে দূর করা যেতে পারে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস।