০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

টিপু-প্রীতি হত্যা: পাঁচ আসামি রিমান্ডে

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনার মামলায় পাঁচ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলো- মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল। রোববার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করেন। এরপর ৫ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউট আজাদ রহমান রিমান্ড প্রার্থনা করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ৯ দিন আটকে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। এখন আবার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রয়োজনে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। আবু সালেহ শিকদারের আইনজীবী বলেন, সালেহ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাহলে কেমন করে তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনায় অংশ নেন। আইনজীবীরা উদ্ধার অভিযানেরও বিরোধিতা করেন। তারা বলেন, তাদের সেখানে নিয়ে যাবে। পরে ক্রসফায়ারের নাটক সাজানো হবে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৮শে মার্চ শুটার মো. মাসুম ওরফে আকাশকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে ২৬শে মার্চ রাতে বগুড়া জেলা থেকে মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪শে মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

টিপু-প্রীতি হত্যা: পাঁচ আসামি রিমান্ডে

প্রকাশিত : ০৮:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনার মামলায় পাঁচ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলো- মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল। রোববার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করেন। এরপর ৫ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউট আজাদ রহমান রিমান্ড প্রার্থনা করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ৯ দিন আটকে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। এখন আবার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রয়োজনে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। আবু সালেহ শিকদারের আইনজীবী বলেন, সালেহ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাহলে কেমন করে তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনায় অংশ নেন। আইনজীবীরা উদ্ধার অভিযানেরও বিরোধিতা করেন। তারা বলেন, তাদের সেখানে নিয়ে যাবে। পরে ক্রসফায়ারের নাটক সাজানো হবে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৮শে মার্চ শুটার মো. মাসুম ওরফে আকাশকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে ২৬শে মার্চ রাতে বগুড়া জেলা থেকে মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪শে মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ