ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ই-কমার্স (অনলাইন) অভিনব কায়দায় প্রতারণা চক্রের মূলহোতাসহ ০৫ সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিবি।গত ১৭ এপ্রিল ২২ ইং তারিখে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ বাপ্পি হাসান (২৪)মোঃ আরিফুল হারিসুল (১৯)মোঃ সোহাগ হোসেন (২২)মোঃ বিপ্লব শেখ (২৫) ওনুর মোহাম্মদ (২৮)গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ ব্যবহার অযোগ্য ও অতি নিম্মমানের পুরাতন ছেড়া শাড়ি,লেহেঙ্গা, থ্রী পিচ সহ বিভিন্ন পণ্য-সামগ্রী উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম গোপন সূত্রে সংবাদ পান যে, হাজারীবাগ থানাধীন শংকর পশ্চিম ধানমন্ডি সাকিন্থ বাড়ি নং ৪৮ এর ৪র্থ তলার ফ্ল্যাট ভাড়া নিয়ে ৪/৫ জন অনলাইন প্রতারক চক্রের সদস্য ফেইসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিভিন্ন গ্রাহকের চাহিদা মোতাবেক অর্ডার নিয়ে নিম্নমানের /ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল প্রেরণ করে প্রতারণা করে আসছে।তারা নিম্নমানের /ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সহ উক্ত ফ্ল্যাটে অবস্থান করতেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ফেইসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিভিন্ন গ্রাহকের চাহিদা মোতাবেক অর্ডার নিয়ে নিম্নমানের/ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সরবরাহ করে। অনলাইনে প্রতারণা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে ধৃত বাপ্পি হাসান জানায়, তার ব্যবহৃত আইফোন-৭ মোবাইল ফোন এ লগইনকৃত ফেইসবুক এ্যাকাউন্ট খুলে উল্লেখিত দুইটি ডিভাইস সহ তাদের হেফাজতে থাকা কালো রংয়ের একটি ল্যাপটপ এর মাধ্যমে তারা পেইজ গুলোতে ভালো মানের শাড়ি, লেহেঙ্গা, থ্রী পিচ ও বিভিন্ন মূল্যবান পণ্য-সামগ্রীর অর্ডার নিয়ে গ্রেফতারকৃত অন্যান্য আসামীদের সহযোগীতায় ব্যবহারের অযোগ্য ও অতি নিম্নমানের পুরাতন ছেড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রী পিচ সহ বিভিন্ন পণ্য-সামগ্রী এস এ পরিবহন এ্যালিফ্যান্ট রোড শাখায় কন্ডিশনের মাধ্যমে বুকিং করে অনলাইনে প্রতারণায় টাকা আত্নসাৎ করে আসছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত,এর সার্বিক তত্তাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।সাংবাদিকদের জানান,উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ঢাকা মেট্রোপলিটন পুলিশ,ঢাকা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























