রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ এপ্রিল) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের বিয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷
হল ছাত্রলীগ সভাপতি এস. এম. সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফের আহ্বানে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন শিক্ষক, হল কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র নেতৃবৃন্দ। ইফতার গ্রহণের আগে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ বলেন, ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাত্রলীগের প্রতি আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সকল ছাত্ররা ছাত্রলীগের পতাকা তলে উপস্থিত থেকে আমাদের শক্তি ও সাহসকে বৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস করি। দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারীদের আমি ধন্যবাদ জানাই।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























