১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ফের আন্দোলনে চাকরি প্রত্যাশীরা

চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রবিবার দুপুর থেকে শুরু করে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল ছিল এই আন্দোলনে। সোমবার ভোর নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীদের ফিরতে দেখা যায়। তবে তার আগে সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ।

এরপর সোমবার সকাল থেকে শান্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অবশ্য পরিবেশ ছিল থমথমে। ক্যাম্পাসে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

রবিবারের আন্দোলনের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি- কোটা বিলুপ্ত নয় যৌক্তিক সংস্কারের দাবিতেই রবিবার পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। তবে সন্ধ্যা নামার কিছুক্ষণ পরই আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। অবশ্য তার আগে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়তে ওই সড়ক ব্যবহারকারীদের।

কোটাবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রবিবার বলেছিলেন, আমাদের সুনির্দিষ্ট আশ্বাস না দেয়া হলে আমরা রাজপথ ছাড়ব না।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

ফের আন্দোলনে চাকরি প্রত্যাশীরা

প্রকাশিত : ০২:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮

চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রবিবার দুপুর থেকে শুরু করে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল ছিল এই আন্দোলনে। সোমবার ভোর নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীদের ফিরতে দেখা যায়। তবে তার আগে সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ।

এরপর সোমবার সকাল থেকে শান্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অবশ্য পরিবেশ ছিল থমথমে। ক্যাম্পাসে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

রবিবারের আন্দোলনের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি- কোটা বিলুপ্ত নয় যৌক্তিক সংস্কারের দাবিতেই রবিবার পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। তবে সন্ধ্যা নামার কিছুক্ষণ পরই আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। অবশ্য তার আগে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়তে ওই সড়ক ব্যবহারকারীদের।

কোটাবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রবিবার বলেছিলেন, আমাদের সুনির্দিষ্ট আশ্বাস না দেয়া হলে আমরা রাজপথ ছাড়ব না।