বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট আরোপের বিষয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য। এটা সরকার বা দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাটের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব কিছুই থাকবে ভ্যাট মুক্ত।
এর আগে সোমবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যে কোনও মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।

























