ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবিদ বিন আজাদ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আবিদ ফার্মেসী বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন ব্রাদার্স হাউজ ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইবি প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায় এবং পিতার নাম জহুরুল হক প্রামানিক।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশি কার্যক্রম চলছে। পুলিশি কার্যক্রম শেষ হলে আসল বিষয়টি হয়তো জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য আমরা কুষ্টিয়া মেডিকেলে পাঠিয়েছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















