প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১ টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কার্য়ের সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং কোটা বাতিলের গেজেট দ্রুত প্রকাশ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বলেন, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা আসার পর রাতে বসে পরিষদের কেন্দ্রীয় কমিটি আন্দোলন প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুধু একটাই অনুরোধ করব, কোনো মামলা দিয়ে আমাদের সাধারণ আন্দোলনকারীদের যেন হয়রানি করা না হয়।
গত কয়েক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন আন্দোলনকারীরা, সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান উজ্জ্বল।
তিনি বলেন, পরে আমরা আনন্দ মিছিল করব। প্রধানমন্ত্রীর জন্য ফুল নিয়ে যাব। আর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা চাই সংসদের আইনের মাধ্যমে বা এ্যাক্ট অব পার্লামেন্টের মাধ্যমে এ দেশের কোটা সম্পর্কিত সকল আইন বাতিল করুক এবং দেশের সকল সরকারি চাকরিতে নিয়োগের জন্য এক এবং অভিন্ন আইন এবং নিয়োগ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করুক এবং সেই আইন কবে থেকে কার্যকর হবে সেইটা সেই আইনেই উল্লেখ করে সেই আইনের দ্রুত কার্যকারিতা দিক ও দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারি করুক।
এ সময় তারা বেশ কয়েকটি দাবি করেন। দাবির মধ্যে রয়েছে, সারা দেশ যাদের নামে মামলা হয়েছে সেসকল মামলা প্রত্যাহার করতে হবে ও যারা এখনো আটক আছে তাদেরকে আজকেই ছেড়ে দিতে হবে। আহতদের ক্ষতিপূরণ দিতে হবে ও তাদের খোঁজখবর নিতে হবে। দোষী পুলিশদের শাস্তি প্রদান করতে হবে। আন্দোলনকারীদেরকে কোনো হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা যাবে না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, আন্দোলনকারীরা বিজয় র্যালি করার জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন।

























