ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লক্ষ পিস নকল ঔষধ উদ্ধার ও চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে। গত ০৫ জুন ২০২২ ইং ঢাকা মহানগরীর মিটফোর্ট, কুমিল্লা জেলার কাপ্তান বাজারস্থ হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ কবির হোসেন (৪৪)আইনুল ইসলাম (৩২)মোঃ মোরশেদ আলম শাওন (৩৫)আল আমিন চঞ্চল (৩৫) মোঃ সাগর (১৯)মোঃ আবির (২১)মোঃ রুবেল (২৩)মোঃ নাজিম উদ্দিন (৪২)মোঃ তৌহিদ (২৮) ও মোঃ পারভেজ (৩২)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে নিন্মোক্ত বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমান নকল ঔষধ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অন্যান্য আসামীদের সাথে পরস্পর যোগসাজশে দেশীয় নামী দামী ব্র্যান্ডের বাজারে বহুল প্রচলিত ঔষধসমূহ বিপুল পরিমানে নকল ঔষধ তৈরি করে বাজারে ছড়িয়ে দিত। নকল ঔষধ তৈরির চক্রটির মূলহোতা মোঃ কবির হোসেন ও মোরশেদ আলম শাওন নকল ঔষধ তৈরি করে ও সহযোগী আসামী নাজিম উদ্দিন, আল আমিন চঞ্চল, মোঃ তৌহিদ, মোঃ সাগর , আবির, রুবেল, পারভেজ, আইনুলদের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করে আসছে ।
ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ বিপিএম এর দিকনির্দেশনায় এবং কোতয়ালী জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























