অদ্য ১৪ জুন ২২ ইং মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে দি ফার্মার্স ব্যাংক লিমিটেড(বর্তমান পদ্না ব্যাংক) সাবেকছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন(দুদক)সচিব মাহবুব হোসেন।
তিনি জানান অভিযোগকারীরা ক্ষমতার অপব্যবহার করে সাড়ে ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে দি ফার্মার্সব্যাংক লিমিটেডের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধেঅভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে দুদক।
গত সোমবার (১৩ জুন) দুদকের কমিশন সভায় অভিযোগপত্রটি অনুমোদন হয়েছে। এ বিষয়ে দুদক সচিব মাহবুব হোসেন
দুদক সচিব মাহবুব হোসেন জানান,দি ফার্মাস ব্যাংক লিমিটেড এর মাহবুবুল হক চিশতি ছাড়াও চার্জশিটভুক্ত অন্য পাঁচআসামিরা হলেন মেসার্স রোজবার্গ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী, রোজবার্গেরপরিচালক মো. দেলোয়ার হোসেন, দি ফারমার্স ব্যাংক লিমিটেড শেরপুর শাখার শাখা প্রধান ও সাবেক এক্সিকিউটিভ অফিসারউত্তম বড়ুয়া,ফার্মার্স ব্যাংক প্রধান শাখার সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম ও সিটি সার্ভেলিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. খায়রুল আলম।
দুদকের সচিব আরো জানান,আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে বিশ্বাসভঙ্গ করে ঋণেরনামে বন্ধকী সম্পত্তির অতি মূল্যায়ন দেখিয়ে ৬৯ কোটি ৫৮ লাখ উত্তোলনপূর্বক আত্মসাৎ ও আত্মাসাতে সহযোগিতা করেন।
সরকারী দণ্ডবিধির ৪০৬/৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধআইন, ২০১২ এর ৪ ধারার শাস্তিযোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় চার্জশিটদাখিলের দাখিলের অনুমোদন গ্রহন করে দূর্নীতি দমন কমিশন।
সাম্প্রতিক সময়ে ভারতে গ্রেফতার হওয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় পিকে (প্রশান্ত কুমার) ইন্টারপোলের মাধ্যমে আদালতের গ্রেফতারি পরোয়ানা রেড এলার্ট সারা পৃথিবীতে জারি আছে। সেটা বাস্তবায়নের জন্যইন্টারপোল অথোরিটির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করেছি। এটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি।
এছাড়া ভারতে পিকে হালদারের যেসব সম্পদের তথ্য আমরা পাচ্ছি- তা আরও সুনিদিষ্ট করে পাওয়ার জন্য বাংলাদেশ আর্থিকগোয়েন্দা ইউনিটকে (বিএফআইইউ) ব্যবহার করা হবে। পাশাপাশি ভারতে অবস্থিত আমাদের দূতাবাসকেও ব্যবহার করা হবে।প্রাথমিকভাবে এটাই আমাদের সর্বশেষ পদক্ষেপ বলেও জানান দুদকের সচিব মাহবুব হোসেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























