০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

তাজমহল মন্দিরের ওপর নির্মিত নয়, ভেতরে নেই কোনো মূর্তি: ভারতের পুরাতত্ত্ব বিভাগ

তাজমহলের তালাবদ্ধ বেজমেন্টে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই বলে জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। তাজমহল নিয়ে বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখালে তথ্য অধিকার আইনের আওতায় ভারতের পুরাতত্ত্ব বিভাগের কাছে মন্দিরের সম্পৃক্ততা ও দেব-দেবীর মূর্তি থাকার বিষয়ে প্রশ্ন করেন। সাকেত গোখলের প্রশ্নের জবাবে ভারতের পুরাতত্ত্ব বিভাগ জানায় তাহমহলের বেজমেন্টের ২০টি তালাবদ্ধ ঘরে কোনো মূর্তি নেই।

এছাড়া তাজমহল কোনো মন্দিরের জায়গাতেও নির্মিত হয়নি বলে নিশ্চিত করে তারা। আরটিআই অ্যাক্টিভিস্ট গোখলে পুরাতত্ত্ব বিভাগের কাছে দুটি প্রশ্ন রাখেন। তার প্রথম প্রশ্নটি ছিল এএসআই-এর নথিতে তাজমহলকে কখনও ‘হিন্দু মন্দির’ হিসেবে রেকর্ড করা হয়েছে কি না এবং এটি একইস্থানে ‘তেজো মহল’ নামে ওন্য কোনো স্থাপনার ওপর নির্মিত কি না। তার দ্বিতীয় প্রশ্নটি ছিল, তাজমহলের ভিতরে হিন্দু দেব-দেবীর মূর্তি রাখা কোনো ‘বদ্ধ ঘর’ রয়েছে কি না। কেন্দ্রীয় জনসংযোগ কর্মকর্তা মহেশ চাঁদ মীনা এক লাইনে এই প্রশ্নের উত্তর দেন। প্রথম প্রশ্নের উত্তরে তিনি শুধু ‘না’ লিখেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে লেখা ছিল, তাজমহলের ভিতর হিন্দু দেবতার মূর্তি সম্বলিত কোনো ‘বদ্ধ ঘর’ নেই।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

তাজমহল মন্দিরের ওপর নির্মিত নয়, ভেতরে নেই কোনো মূর্তি: ভারতের পুরাতত্ত্ব বিভাগ

প্রকাশিত : ১২:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

তাজমহলের তালাবদ্ধ বেজমেন্টে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই বলে জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। তাজমহল নিয়ে বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখালে তথ্য অধিকার আইনের আওতায় ভারতের পুরাতত্ত্ব বিভাগের কাছে মন্দিরের সম্পৃক্ততা ও দেব-দেবীর মূর্তি থাকার বিষয়ে প্রশ্ন করেন। সাকেত গোখলের প্রশ্নের জবাবে ভারতের পুরাতত্ত্ব বিভাগ জানায় তাহমহলের বেজমেন্টের ২০টি তালাবদ্ধ ঘরে কোনো মূর্তি নেই।

এছাড়া তাজমহল কোনো মন্দিরের জায়গাতেও নির্মিত হয়নি বলে নিশ্চিত করে তারা। আরটিআই অ্যাক্টিভিস্ট গোখলে পুরাতত্ত্ব বিভাগের কাছে দুটি প্রশ্ন রাখেন। তার প্রথম প্রশ্নটি ছিল এএসআই-এর নথিতে তাজমহলকে কখনও ‘হিন্দু মন্দির’ হিসেবে রেকর্ড করা হয়েছে কি না এবং এটি একইস্থানে ‘তেজো মহল’ নামে ওন্য কোনো স্থাপনার ওপর নির্মিত কি না। তার দ্বিতীয় প্রশ্নটি ছিল, তাজমহলের ভিতরে হিন্দু দেব-দেবীর মূর্তি রাখা কোনো ‘বদ্ধ ঘর’ রয়েছে কি না। কেন্দ্রীয় জনসংযোগ কর্মকর্তা মহেশ চাঁদ মীনা এক লাইনে এই প্রশ্নের উত্তর দেন। প্রথম প্রশ্নের উত্তরে তিনি শুধু ‘না’ লিখেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে লেখা ছিল, তাজমহলের ভিতর হিন্দু দেবতার মূর্তি সম্বলিত কোনো ‘বদ্ধ ঘর’ নেই।