পুরো জাতির একটি বিস্ময়কর লক্ষ্য
কাঙ্ক্ষিত সে লক্ষ্যে জাতি আজ উত্তীর্ণ
বিশ্ববাসী আজিকে অবাক পদ্মা সেতুর জন্য।
ভীনদেশী ঋণে নয়, স্বদেশী অথা’য়ন
স্বপ্নের সেতু হলো আজি নিমার্ণ
দু’পাড়ের জনজীবনে এলো নেমে কোলাহল
কৃষিপণ্য, কাঁচামাল হবে পারাপার সকল
চলবে রেলগাড়ি প্রমত্ত পদ্মার বুকে চড়ে
বাস- ট্রাক দিবা- রাতি উপরের স্লেপে
মাওয়া-জাজিরার মাঝে হলো সেতুবন্ধন
পুরো জাতির হৃদয়ে জাগিলো স্পন্দন,
জাতি হলো আজি গরিয়ান
স্বপ্ন পৃরণে হয়ে মহিয়ান;
স্বপ্নের নবদিগন্তে জাতি দিলো পাড়ি
একটি আশা একটি ভালোবাসা বুকে ভর করি
একটি সেতু একটি স্বপ্ন হলো আজি পূর্ণ
পুরো জাতি মোরা তাই ধণ্য , ওগো ধণ্য।
মুঃ শাহাদাত হোসেন (ফিরোজ)






















