০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কর্পোরেট কর কমানো হবে দেশী শিল্প উদ্যোক্তাদের

জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছে, দেশীয় শিল্পের সুরক্ষায় আগামী বাজেটে (২০১৮-১৯) দেশীয় উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর কমানো হবে।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

সভায় আইটি ও ইলেক্ট্রনিক্স খাতের বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানিমুখী প্রতিষ্ঠানগুলোকে এবারের বাজেটে হয়তো এতটা ছাড় দেয়া যাবে না। তবে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যাপারে কর্পোরেট করসহ অন্যান্য সুবিধা দেয়ার চিন্তা আছে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক ইন্টালেকচ্যুয়াল (বুদ্ধিজীবী) বলেন, আমাদের রাজস্ব ঘাটতি ৫০ হাজার কোটি টাকা হবে, কথাটা ঠিক না। অর্থ বছরের আরও তিন মাস সময় বাকি আছে। এই সময়ে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি রাজস্ব আহরণ করতে পারবো।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কর্পোরেট কর কমানো হবে দেশী শিল্প উদ্যোক্তাদের

প্রকাশিত : ০২:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮

জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছে, দেশীয় শিল্পের সুরক্ষায় আগামী বাজেটে (২০১৮-১৯) দেশীয় উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর কমানো হবে।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

সভায় আইটি ও ইলেক্ট্রনিক্স খাতের বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানিমুখী প্রতিষ্ঠানগুলোকে এবারের বাজেটে হয়তো এতটা ছাড় দেয়া যাবে না। তবে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যাপারে কর্পোরেট করসহ অন্যান্য সুবিধা দেয়ার চিন্তা আছে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক ইন্টালেকচ্যুয়াল (বুদ্ধিজীবী) বলেন, আমাদের রাজস্ব ঘাটতি ৫০ হাজার কোটি টাকা হবে, কথাটা ঠিক না। অর্থ বছরের আরও তিন মাস সময় বাকি আছে। এই সময়ে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি রাজস্ব আহরণ করতে পারবো।