ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা (ক্রাইম) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহিদুল্লাহ। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
ডিএমপির সিটি কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে মো. শহিদুল্লাহ দায়িত্ব পালন করেআসছিলেন। এর আগে তিনি ডিএমপির উত্তরা ও তেজগাঁও বিভাগের (ক্রাইম) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।এছাড়া গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করেন মো.শহিদুল্লাহ।
২৪তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। তার স্থলাভিষিক্ত হলেন শহিদুল্লাহ ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























