০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

২৫ আগস্ট হরতাল সফল করার আহ্বান বাম জোটের

জ্বালানি তেল, ইউরিয়া সার, গ্যাস, পানি, খাদ্য দ্রব্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওই দিন হরতাল করে বিদ্যুৎ-গ্যাসের দাম আবারও বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করারও আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস, সিপিবির মিহির ঘোষ, সাজ্জাদ জহিরস চন্দন, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি নেত্র নিউজে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়না ঘরে রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যদের নির্যাতনের যে ‌‘ভয়ংকর চিত্র’ ফুটে উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে, আয়নাঘরে বন্দিসহ গুম হওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

সভায় আশুলিয়ার শ্রমিকনেতা কেএম মিন্টুসহ গ্রেফতার শ্রমিক নেতাদের মুক্তির দাবিও জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/হাবিব

ট্যাগ :

২৫ আগস্ট হরতাল সফল করার আহ্বান বাম জোটের

প্রকাশিত : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২

জ্বালানি তেল, ইউরিয়া সার, গ্যাস, পানি, খাদ্য দ্রব্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওই দিন হরতাল করে বিদ্যুৎ-গ্যাসের দাম আবারও বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করারও আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস, সিপিবির মিহির ঘোষ, সাজ্জাদ জহিরস চন্দন, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি নেত্র নিউজে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়না ঘরে রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যদের নির্যাতনের যে ‌‘ভয়ংকর চিত্র’ ফুটে উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে, আয়নাঘরে বন্দিসহ গুম হওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

সভায় আশুলিয়ার শ্রমিকনেতা কেএম মিন্টুসহ গ্রেফতার শ্রমিক নেতাদের মুক্তির দাবিও জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/হাবিব