০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

ব্যাংককে পূজা ‘পরী’ নিয়ে

সর্বশেষ অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ ছবিতে দেখা গিয়েছিল চলতি প্রজন্মের নায়িকা পূজা চেরীকে। ছবিটি গত কোরবানির ঈদে মুক্তি পায়। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। বর্তমানে পূজা রয়েছেন ব্যাংককে। তবে ঘুরতে যাননি তিনি, গিয়েছেন নিজের নতুন ছবির শুটিং করতে। তার এই সিনেমার নাম ‘পরী’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান। ছবিটিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ। নারী পাচারের ঘটনা নিয়ে ছবিটির গল্প তৈরি হয়েছে। এতে মুখ্য চরিত্রেই থাকছেন পূজা চেরি।

ছবিটিতে পূজাকে একজন বার ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকেন। এভাবেই এগিয়ে যায় গল্প। ছবিটি নিয়ে পূজা চেরি বলেন, গত কিছুদিন ধরেই ব্যাংককে রয়েছি। মূলত ‘পরী’ ছবির শুটিং করতেই এখানে এসেছি। এখানেই টানা শুটিং হবে এই সিনেমার। পূজা আরও বলেন, আসলে ভিন্নধর্মী একটি গল্পের ছবি এটি। তাছাড়া আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। ব্যাংককের বিভিন্ন জায়গায় এর শুটিং হচ্ছে। সামনে দেশেও ছবিটির শুটিং হবে। জানা গেছে, জোভান অভিনীত এটিই প্রথম বাণিজ্যিক ধারার সিনেমা। এ ছবির মাধ্যমে জোভান-পূজা চেরির নতুন জুটিও পেতে যাচ্ছেন দর্শক। পূজা অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘নাকফুল’। এদিকে তার ‘হৃদিতা’ শিরোনামের একটি ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

ক্ষুদে মেসির  দায়িত্ব নিলেন তারেক রহমান

ব্যাংককে পূজা ‘পরী’ নিয়ে

প্রকাশিত : ১২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

সর্বশেষ অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ ছবিতে দেখা গিয়েছিল চলতি প্রজন্মের নায়িকা পূজা চেরীকে। ছবিটি গত কোরবানির ঈদে মুক্তি পায়। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। বর্তমানে পূজা রয়েছেন ব্যাংককে। তবে ঘুরতে যাননি তিনি, গিয়েছেন নিজের নতুন ছবির শুটিং করতে। তার এই সিনেমার নাম ‘পরী’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান। ছবিটিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ। নারী পাচারের ঘটনা নিয়ে ছবিটির গল্প তৈরি হয়েছে। এতে মুখ্য চরিত্রেই থাকছেন পূজা চেরি।

ছবিটিতে পূজাকে একজন বার ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকেন। এভাবেই এগিয়ে যায় গল্প। ছবিটি নিয়ে পূজা চেরি বলেন, গত কিছুদিন ধরেই ব্যাংককে রয়েছি। মূলত ‘পরী’ ছবির শুটিং করতেই এখানে এসেছি। এখানেই টানা শুটিং হবে এই সিনেমার। পূজা আরও বলেন, আসলে ভিন্নধর্মী একটি গল্পের ছবি এটি। তাছাড়া আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। ব্যাংককের বিভিন্ন জায়গায় এর শুটিং হচ্ছে। সামনে দেশেও ছবিটির শুটিং হবে। জানা গেছে, জোভান অভিনীত এটিই প্রথম বাণিজ্যিক ধারার সিনেমা। এ ছবির মাধ্যমে জোভান-পূজা চেরির নতুন জুটিও পেতে যাচ্ছেন দর্শক। পূজা অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘নাকফুল’। এদিকে তার ‘হৃদিতা’ শিরোনামের একটি ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব