গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীর পরিদেয় শাড়িতে ঝুলন্ত স্বামী ঈমান আলী (৩৬) ও স্ত্রী মিনজু আক্তার (১৯) নামের দুই জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক। নিহত ঈমান আলী উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ও মিনজু আক্তার নিহত ঈমান আলীর স্ত্রী এবং একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
এসআই মো. মাজহারুল হক জানান, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পরে। সকালে বাড়ির লোকজন তাদের ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রী’র মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তারা দু’জনে আত্মহত্যা করেছে। তবে ঠিক কারণে এ আত্মহত্যা করেছে তা বলেতে পারেনি পুলিশ।
তিনি আরো জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।
বিজনেস বাংলাদেশ/হাবিব