০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে শাশুড়ি জয়নব বেগম (৪৮) ও তার ছেলের স্ত্রী কামরুন নাহার (১৮) নামে বউ-শাশুড়ির
মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন এলাকায় নিজ ঘরে রাতে সাপে তাদের দংশন করলে মারা যান তাঁরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জয়নব বেগম উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন এলাকার আবদুর সাত্তারের স্ত্রী ও কামরুন নাহার হোসেন রানার স্ত্রী। তাদের দুজনের সম্পর্ক বউ-শাশুড়ী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতের খাবার খেয়ে বউ-শাশুড়ী নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে বিষধর সাপ কামরুন নাহারকে কামড় দিলে তার গায়ে জ্বালা পুড়া শুরু হয়। পরে শাশুড়ী ওই ঘরে পুত্রবধূকে দেখতে গেলে তাকেও কামড় দেয় সাপ। কোনো কিছু বুঝে উঠার আগেই পুত্রবধূ বিষের যন্ত্রণায় মারা যান। পরে শাশুড়ীও একইভাবে মারা যান। প্রথমে ওঝাঁ দিয়ে ঝাড় ফুক করে যখন বিষ মুক্ত করতে ব্যর্থ হয় তখন বাড়ীর লোকজন ঘটনা দেখতে পেয়ে দ্রæত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে মঙ্গলবার সকালে বউ-শাশুড়ীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, সাপের কামড়ে শাশুড়ী ও পুত্র বধুর মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরদেহ দুটি ময়না তদন্তের পরই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

জনপ্রিয়

কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

প্রকাশিত : ০৪:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে শাশুড়ি জয়নব বেগম (৪৮) ও তার ছেলের স্ত্রী কামরুন নাহার (১৮) নামে বউ-শাশুড়ির
মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন এলাকায় নিজ ঘরে রাতে সাপে তাদের দংশন করলে মারা যান তাঁরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জয়নব বেগম উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন এলাকার আবদুর সাত্তারের স্ত্রী ও কামরুন নাহার হোসেন রানার স্ত্রী। তাদের দুজনের সম্পর্ক বউ-শাশুড়ী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতের খাবার খেয়ে বউ-শাশুড়ী নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে বিষধর সাপ কামরুন নাহারকে কামড় দিলে তার গায়ে জ্বালা পুড়া শুরু হয়। পরে শাশুড়ী ওই ঘরে পুত্রবধূকে দেখতে গেলে তাকেও কামড় দেয় সাপ। কোনো কিছু বুঝে উঠার আগেই পুত্রবধূ বিষের যন্ত্রণায় মারা যান। পরে শাশুড়ীও একইভাবে মারা যান। প্রথমে ওঝাঁ দিয়ে ঝাড় ফুক করে যখন বিষ মুক্ত করতে ব্যর্থ হয় তখন বাড়ীর লোকজন ঘটনা দেখতে পেয়ে দ্রæত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে মঙ্গলবার সকালে বউ-শাশুড়ীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, সাপের কামড়ে শাশুড়ী ও পুত্র বধুর মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরদেহ দুটি ময়না তদন্তের পরই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব