তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানার পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’ আগামী ১৬ সেপ্টেম্বর সারা দেশব্যাপী মুক্তি পেতে চলেছে। তবে তার আগে সেন্সর বোর্ডে যারা সিনেমাটি দেখেছেন, তারা এর ভূয়সী প্রশংসা করেছেন। একই প্রশংসা শোনা গেল মঙ্গলবার সিনেমার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানেও।
১৩ সেপ্টেম্বর ২২ ইং মঙ্গলবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা,প্রযোজক, অভিনয় শিল্পী, অন্যান্যকলা-কুশলীরা ও চলচিত্রের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ১৬ই সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে পিং-পং এন্টারটেইনমেন্টপ্রযোজিত বাংলা সিনেমা বীরত্ব। এই ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক শুকলা বনিক এবং ছবিটির পরিচালক হচ্ছেন তরুণনির্মাতা সাইদুল ইসলাম রানা।
বীরত্ব ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নায়ক ইমন এবং নবাগত নায়িকা সালওয়া। ছবিটিতে আরও অভিনয়করেছেন নিশাত, নাওয়ার, নিপুন, কচি খন্দকার, মুনিরা মিঠু এবং আরও অনেকেই।
সিনেমার নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত বলেন,এটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান পিং-পং এন্টারটেইনমেন্ট এর ৩য় সিনেমা। এইসিনেমার গল্প আমাকে যখন পরিচালক শোনান তখনই আমি সিনেমাটি করতে রাজি হয়ে যাই। তিনি আরো বলেন আমারদেশের প্রতি দেশের প্রতিটি মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমি বিশ্বাস করি সমাজ সংষ্কারে শিল্পের ভূমিকা অপরিহার্য।তাই ভালো সিনেমার সাথে আজীবন থাকতে চাই। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন এটি পুরো পরিবার নিয়ে দেখার মত একটি সিনেমা।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পেক্ষাগ্রহে আসছে নিপুন আক্তার। চলচিত্রটির জন্য দৌলতদিয়া ঘাটের নিষিদ্ধ পল্লীতে বেশকয়েকদিন থাকতে হয়েছিলো তাকে। নিপুণ বলেন এই সিনেমার আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। যে জীবনে সবকিছু হারিয়েও বেচে থাকার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস আমার চরিত্রটি অনেক অসহায় নিপীরিত মেয়েদের স্বাভাবিক জীবনেফিরে আসতে সহায়তা করবে।
সিনেমাটির পরিচালক, প্রযোজক, কলা-কৌশলী সকলেই সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। আগামী ১৬ই সেপ্টেম্বর ৩৫টি হলেএক সাথে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব