” বিশ্বব্যাপী লায়ন ও লিওরা শত বছরের বেশি সময় ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সেবা করে যাচ্ছে। বর্তমান বাংলাদেশেও লায়ন ও লিওদের সবাই সম্মানের চোখে দেখে। বছর ব্যাপী ২৪ ঘন্টা ধরে বিশ্বের কোথাও না কোথাও মানব সেবায় লায়ন্স ক্লাব গুলো ব্যস্ত থাকছে।ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও গোল্ডেন সিটি লিও ক্লাব সমন্বিত চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে এলাকাবাসীকে সেবা দিয়ে লায়ন্সের সুনাম বৃদ্ধির পাশাপাশি লায়নদের ধারাবাহিক সেবাকর্মে অবহেলিত মানুষ উপকৃত হচ্ছে। ডিজি কল “অন্তহীন ভালোবাসায় সেবা” বাস্তবায়নে ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও গোল্ডেন সিটি লিও ক্লাবের সদস্যদের অগ্রনী ভুমিকা প্রশংসার দাবিদার।
গতকাল নগরীর ২৬নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প,ডায়েবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়, কন্যাশিশুদের কর্নছেদন এবং গাছের চারা রোপণ কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পি এম জে এফ।
ক্লাব সভাপতি লায়ন সাইফুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং ক্লাবের প্রধান সমন্বয়কারী লায়ন আফরোজা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন জেলার দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল,ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জি এম টি লায়ন এডভোকেট নুরুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার, জোন চেয়ারপারসন লায়ন দেবাশীষ চক্রবর্তী,লিও ক্লাব ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন নিশাত ইমরান, ওয়ার্ড কাউন্সিলর এবং ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ইলিয়াস
এছাড়াও ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লায়ন কবিরুল ইসলাম,লায়ন ইঞ্জিনিয়ার মুকুল সরকার, লায়ন আবদুল মান্নান,ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন এডভোকেট নুর উদ্দিন আরিফ চৌধুরী , সেক্রেটারি লায়ন বিপুল কুমার বল, লায়ন সাইফুর রহমান তপু,লিও জায়েদ বিন আলী, লিও সাইফুল ইসলাম,লিও মোহাম্মদ শহীদুল্লাহ, লিও মাইনুল ইসলাম রিয়াদ,লিও প্রেসিডেন্ট লিও আশিকুর রহমান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























