কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০২২-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে ১৩ সদ্যস বিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়।
এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন লোক প্রশাসন বিভাগের নুরুদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন অর্থনীতি বিভাগের তোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হলেন আইন বিভাগের সানজিদা ইয়াসমিন লিজা, অর্থ সম্পাদক হলেন লোকপ্রসাশন বিভাগের জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক হলেন সাংবাদিকতা বিভাগের ইমরান হোসাইন, উপ দপ্তর সম্পাদক হলেন অর্থনীতি বিভাগের মোহাম্মদ হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন আইন বিভাগের শাহ জাহান আল সাদাফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হলেন বাংলা বিভাগের নাদিয়া আফরোজ সিম্মী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আইন বিভাগের উম্মে জান্নাত মিম, সম্পাদকীয় পর্ষদে রয়েছেন ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাইদুল হাসান ও বাংলা বিভাগের বাবুল আহমেদ।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইসরাফিল রাফিলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















