জেলা পরিষদ নির্বাচন নিয়ে আ.লীগের সাথে ফটোসেশন বগুড়ায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ। বিএনপি সিদ্ধান্ত মতে আগামীতে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ফটোসেশন করে বগুড়ার বিএনপির চার নেতা। এর ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তবে আগামী ৩ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপি।
গত ৬ অক্টোবর বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল ও মোশারফ হোসেন এমপির যৌথ স্বাক্ষরিত তাদের বিরুদ্ধে এই নোটিশ প্রদান করা হয়।
যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তারা হলেন-বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও এরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেযারম্যান ফরিদ উদ্দিন সরকার।
নোটিশে উল্লেখ্য বগুড়া জেলা পরিষদ নির্বাচনে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত সদস্য প্রার্থী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মাহফুজা খানম লিপির পক্ষ নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সফিয়ান সফিকের নেতৃত্বে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত প্রার্থীদের প্রতীক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যে কারণে তাদের বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসে। এই কারণে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
বিএনপি সিদ্ধান্ত মতে আগামীতে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। তারা দলীয় নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ফটোসেশনে অংশ নেন। যে কারণে তাদের তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব পেলে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। কারণ কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাদের বিষয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে। তাদেরকে দল থেকে অব্যাহতি বা বহিষ্কার করা যাবে কি না? সংগঠনের কাউকে বহিষ্কার বা অব্যাহতি দেয়ার ক্ষমতা জেলা বিএনপির নেই বলে দাবী করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব