০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আহত ৫

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় যাত্রী আহত হয়েছেন। সদর দক্ষিণের বিজয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সামিউল্লাহ (১৮), রাজু (২১), রকি (২০), হৃদয় (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকার মো. আলম (২০) ও মোবারক হোসেন (৩০)।

আহতদের মধ্যে সামিউল্লা ও মোবারককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সামিউল্লার মৃত্যু হয়। সামিউল্লাহ জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের রহমত উল্লাহর ছেলে। সে স্থানীয় আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেন।

ওসি জসিম উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে রেললাইনের ওপর থাকা ইন্টারনেট তারের সঙ্গে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে সামিউল্লাসহ ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সামিউল্লা ও মোবারককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সামিউল্লার মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আহত ৫

প্রকাশিত : ০২:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় যাত্রী আহত হয়েছেন। সদর দক্ষিণের বিজয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সামিউল্লাহ (১৮), রাজু (২১), রকি (২০), হৃদয় (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকার মো. আলম (২০) ও মোবারক হোসেন (৩০)।

আহতদের মধ্যে সামিউল্লা ও মোবারককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সামিউল্লার মৃত্যু হয়। সামিউল্লাহ জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের রহমত উল্লাহর ছেলে। সে স্থানীয় আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেন।

ওসি জসিম উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে রেললাইনের ওপর থাকা ইন্টারনেট তারের সঙ্গে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে সামিউল্লাসহ ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সামিউল্লা ও মোবারককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সামিউল্লার মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব