০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

তানোরে বিদ্যুৎতের তারে মা ও কোলের শিশুর মৃত্যু

রাজশাহীর তানোরে বিদ্যুৎতের তারে কোলের তিন বছরের পুত্র সন্তানকে বাচাতে গিয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন মুন্ডুমালা পুলিশ ফাড়ির ইনচার্জ আইসি মনিরুল ইসলাম। নিহত মা মরিয়ম বেগম(৩০) সে বাধাইড় গ্রামের হযরত আলীর সহধর্মীনি ও তিন বছরের শিশু মাহফুজুর রহমান ।

রোববার ১৬ অক্টোবর দুপুরে দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামে এমর্মান্তি মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এঘটনায় পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে নিহত মরিয়মের বাকি দুই সন্তান স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে পড়েছে। ঘটনা জানতে পেরে বাধাইড় গ্রামে পুরুষ মহিলার ঢল নেমেছে। সবাই ঘটনাস্থলে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ছেন। কোনভাবেই যেন সহ্য করতে পারছেন না আত্মীয়স্বজন।

জানা গেছে, গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামের হযরতের স্ত্রী বাড়ির পানি খাওয়ার মটরের সুইজ দিতে গেছেন আঙ্গিনার গাছগুলোতে পানি দিবেন বলে। সুইজ দেওয়ার পর ঘুরে দেখেন শিশু মাহফুজুর তারে হাত দিয়ে নিরব হয়ে আছে। মায়ের নাড়ি ছেড়া ধন কোনকিছু বোঝে উঠার আগে মা শিশুকে তুলতে গিয়ে নিজেও নিস্তব্ধ হয়ে মারা যান। মা ও শিশুকে নিস্তব্ধ অবস্থায় দেখে মুল সুইজ বন্ধ করে দেখেন ততক্ষনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। এমন মৃত্যুরর সংবাদে বাধাইড় গ্রামসহ পুরো এলাকা যেন ভারী হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে সকল শ্রেণীপেশার মানুষ এসে চোখের পানি ধরে রাখতে পারছেন না। নিরব নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

মুন্ডুমালা পুলিশ ফাড়ির আইসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মানুষের আহাজারিতে সব কিছু ভাড়ি হয়ে পড়েছে। এমন মৃত্যু কেউ কামনা করে না।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

তানোরে বিদ্যুৎতের তারে মা ও কোলের শিশুর মৃত্যু

প্রকাশিত : ১০:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

রাজশাহীর তানোরে বিদ্যুৎতের তারে কোলের তিন বছরের পুত্র সন্তানকে বাচাতে গিয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন মুন্ডুমালা পুলিশ ফাড়ির ইনচার্জ আইসি মনিরুল ইসলাম। নিহত মা মরিয়ম বেগম(৩০) সে বাধাইড় গ্রামের হযরত আলীর সহধর্মীনি ও তিন বছরের শিশু মাহফুজুর রহমান ।

রোববার ১৬ অক্টোবর দুপুরে দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামে এমর্মান্তি মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এঘটনায় পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে নিহত মরিয়মের বাকি দুই সন্তান স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে পড়েছে। ঘটনা জানতে পেরে বাধাইড় গ্রামে পুরুষ মহিলার ঢল নেমেছে। সবাই ঘটনাস্থলে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ছেন। কোনভাবেই যেন সহ্য করতে পারছেন না আত্মীয়স্বজন।

জানা গেছে, গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার বাধাইড় ইউনিয়ন(ইউপির) বাধাইড় গ্রামের হযরতের স্ত্রী বাড়ির পানি খাওয়ার মটরের সুইজ দিতে গেছেন আঙ্গিনার গাছগুলোতে পানি দিবেন বলে। সুইজ দেওয়ার পর ঘুরে দেখেন শিশু মাহফুজুর তারে হাত দিয়ে নিরব হয়ে আছে। মায়ের নাড়ি ছেড়া ধন কোনকিছু বোঝে উঠার আগে মা শিশুকে তুলতে গিয়ে নিজেও নিস্তব্ধ হয়ে মারা যান। মা ও শিশুকে নিস্তব্ধ অবস্থায় দেখে মুল সুইজ বন্ধ করে দেখেন ততক্ষনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। এমন মৃত্যুরর সংবাদে বাধাইড় গ্রামসহ পুরো এলাকা যেন ভারী হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে সকল শ্রেণীপেশার মানুষ এসে চোখের পানি ধরে রাখতে পারছেন না। নিরব নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

মুন্ডুমালা পুলিশ ফাড়ির আইসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মানুষের আহাজারিতে সব কিছু ভাড়ি হয়ে পড়েছে। এমন মৃত্যু কেউ কামনা করে না।

বিজনেস বাংলাদেশ/ হাবিব