০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর হলেন ড. মো: কামরুজ্জামান

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামরুজ্জামান। বুধবার ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাজিউর রহমান- এর প্রক্টরের দায়িত্বকাল পূর্ণ হওয়ায় তদস্থলে এ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামরুজ্জামান- কে প্রক্টর হিসেবে ৩(তিন) বছরের জন্য নিয়োগ করা হলো।

দলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও একাডেমিক স্বার্থ বিবেচনা করে এ আদেশ জারি করা হলো। এ নিয়োগ আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয় কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এসময় তিনি শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে ভূমিকা পালন করবেন বলেও জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর হলেন ড. মো: কামরুজ্জামান

প্রকাশিত : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামরুজ্জামান। বুধবার ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাজিউর রহমান- এর প্রক্টরের দায়িত্বকাল পূর্ণ হওয়ায় তদস্থলে এ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামরুজ্জামান- কে প্রক্টর হিসেবে ৩(তিন) বছরের জন্য নিয়োগ করা হলো।

দলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও একাডেমিক স্বার্থ বিবেচনা করে এ আদেশ জারি করা হলো। এ নিয়োগ আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয় কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এসময় তিনি শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে ভূমিকা পালন করবেন বলেও জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব