নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামের চাঁন মিয়ার ছেলে বাদল। ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। সেখানে গিয়ে কাজ করে দুই কন্যা, এক ছেলে, স্ত্রী ও মা বাবা’কে নিয়ে কোনো রকম সংসার চালাচ্ছিলেন। পরিশ্রমে ভর করে স্বপ্ন দেখছিলেন সংসারে ভালো দিন আনার।
কিন্তু তার সেই স্বপ্ন যেন এখন ফিকে হয়ে গেলো। বাদল ভুগছেন কিডনি রোগে। দুই কিডনির সমস্যা নিয়ে তিনি বিদেশ ফেরত। বাড়ী ঘরে কান্নাররুল। দেশে ফিরে এখন বাড়ীতে পঙ্গুত্বের মতো জীবন যাপন করছেন। বসবাস নিজ ঘরের বিছানায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সক্ষমতা না থাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে তার পরিবার। অন্যদিকে দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে সংসার চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তার স্ত্রী৷
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ করে বিদেশে যাওয়ার পর থেকেই বাদলের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কোন রকম কাজ করতে পারছেনা সে। পরে চিকিৎসকের পরামর্শে শরীরের পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। এতে দেখা যায়, তার দুটি কিডনিই অকেজো। পরে কোম্পানি তাকে দেশে প্রেরণ করেন। দেশে এসে স্থানীয় হাসপাতাল থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ সেবন করে যাচ্ছেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেননা বাদল। এখন বিত্তবানরাই তার একমাত্র ভরসা। দু’চোখের পানি ছেড়ে দিয়ে বাদল বলেন, আমি আমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করার জন্য বাঁচতে চাই। আমি আমার ছেলে মেয়েদের জন্য বাঁচতে চাই। আমাকে সহযোগিতা করুন। বর্তমানে বাড়ীতে থেকেই কোনো রকম চিকিৎসা নিচ্ছেন তিনি। আর তার মা, স্ত্রী, দুই কন্যা সন্তান ও ছেলে দিন পার করছেন খুব কষ্টে।
বাদল এখন তার দুটি মেয়ের জন্য হলেও বাঁচতে চান, সেজন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন বাদল। এ বিষয়ে বাদলের প্রতিবেশী, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম, হযরত মাওলানা আব্দুল সাকুর বশিরী, জামাল হোসেন মাষ্টার, মো. গোলজার হোসেন,কাজল মিয়া, ও মো. রাজিবুর রহমান রাজিব বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভাইয়ের এই দুঃসময়ে বিশেষ করে তার দুই কন্যা সন্তানের কথা বিবেচনা করে, আপনারা তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। আপনাদের সাধ্যমত সাহায্যের হাতটা একটু প্রসারিত করুন। আল্লাহ যদি চান একটি কিডনিও যদি প্রতিস্থাপন করানো যায় তাহলে ভাইটি সুস্থ হবে। বেঁচে যাবে তার পরিবার। এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতাও কামনা করেন তারা।
সাহায্য পাঠানোর ঠিকানা- নগদ+বিকাশ 01878617732
একাউন্ট নাম্বার 0100091593097
যশোহর বাজার শাখা, রায়পুরা, নরসিংদী।
বিজনেস বাংলাদেশ/ হাবিব